Sunday, July 2, 2023

ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত (ভিডিওসহ)

আব্দুল লতিফ ,ঘাটাইল:

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল ইসলাম রাফি (১৮) উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে। 

ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

 

আশরাফুল ইসলাম রাফি ঢাকা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাফি হামিদপুর থেকে মোটরসাইকেল যোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র রাফি নিহত হয়। এসময় প্রাইভেট কারটি রেখে চালক পালিয়ে যায়। 
 
ঘটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: