টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু

    রাইসুল ইসলাম লিটন:


    টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার  (১৬ জুলাই)দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

     

    টাঙ্গাইলে  টিসিবির পণ্য বিক্রি শুরু


    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মশুর ডাল এবং ১শ’ টাকা লিটার তেল  কিনতে পারবেন।

    এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হলো। প্রতিটি উপজেলায় টিসিবি’র পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট্য উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন।






    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728