বাসাইলে বিজয়ের পর সখীপুরে ইউপি নির্বাচনে উজ্জীবিত গামছা প্রতিকের প্রার্থীরা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে বিজয়ের পর সখীপুরে ইউপি নির্বাচনে উজ্জীবিত গামছা প্রতিকের প্রার্থীরা

    নিজস্ব প্রতিনিধি:

    বাসাইল পৌরসভায় জয়ের  পর গামছা প্রার্থীরা উজ্জীবিত  কৃষক শ্রমিক জনতা লীগ। সখিপুরে চারটি ইউপির মধ্যে তিনটিতে তাদের দলীয়  প্রার্থী দিয়েছেন। কালিয়া ইউপিতে তারা কোন  প্রার্থী দেননি। টাংগাইলের বাসাইল  পৌরসভার মেয়র  পদে  নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী জয় হওয়ায়  সখিপুরে চারটি  ইউনিয়ন পরিষদের ( ইউপি )  চেয়ারম্যান  প্রার্থীরা এখন উজ্জীবিত ।  ১৭ ই জুলাই এর  নির্বাচনে অন্তত  দুইটি  ইউপিতে জয়ের  সম্ভাবনা দেখেছেন।

    বাসাইলে বিজয়ের পর সখীপুরে ইউপি নির্বাচনে উজ্জীবিত গামছা প্রতিকের প্রার্থীরা

     

    এ প্রসঙ্গে  কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা  সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী  সাংবাদিকদের  বলেন, নির্বাচন  সুষ্ঠ  হলে বাসাইলের মতো সখিপুরেও আমরা বিজয়ী হবো। উপজেলা নির্বাচন কার্যালয়  সুত্র জানায়, সখিপুর  ও বাসাইল  উপজেলা  নিয়ে  টাংগাইল ৮ সংসদীয়  আসন। দুই  বছর  আগে  সখিপুর  উপজেলার কালিয়া ইউনিয়নকে ভেঙে  বড়চওনা ইউনিয়ন  ও হাতিবান্ধাতে ভেঙে  হতিয়া রাজাবাড়ী নামে দুটি  নতুন  ইউনিয়ন  গঠন  করা হয়। গত ১ ই জুন  উপজেলার  ওই চারটি  ইউনিয়নে নির্বাচনের তফসিল  ঘোষণা করে নির্বাচন  কমিশন। 

    ১৭ ই জুলাই  এসব ইউনিয়নে ভোট  গ্রহণ  হবে।  চেয়ারম্যান পদে  সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নে পাঁচজন বড়চওনায় ৮ জন, হাতিবান্ধায় ৫ জন ও নবগঠিত হতিয়া রাজাবাড়ি ইউনিয়নে ৭ জন সহ মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী  হলেন  চারজন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে  ৩ জন  জাতীয়  সমাজ তান্ত্রিক দল ( জাসদ)  থেকে  ১ জন, ও  জাতীয়  পার্টি থেকে  ১জন দলীয়  মনোনয়ন  পেয়েছেন।বাকী ১৬ জন স্বতন্ত্র  প্রার্থী  হয়েছেন।


    এদিকে  গত ২১ জুন পাশের  উপজেলা পৌরসভার নির্বাচনে মেয়র পদে  কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত  প্রার্থী  রাহাত হাসান( টিপু)  চার হাজার  ৭ শ, ৪২ ভোট  পেয়ে  নির্বাচিত হন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগ  মনোনীত  প্রার্থী  ও বর্তমান মেয়র  আবদুর রহিম আহম্মেদ পেয়েছেন ৪, হাজার  ৬২১ ভোট । এছাড়া  উপজেলা  বিএনপির  সভাপতি এনামুল করিম অটল  (পরে আজীবনের জন্য  বহিষ্কৃত হন) পান ৪, হাজার ৩৫৪ ভোট  ক্ষমতাসীন  

    আওয়ামী লীগ ও বিএনপির  দুই  শক্তিশালী প্রার্থীকে  হারিয়ে, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিজয় হওয়ায়  সখিপুরেও  ইউপি  চেয়ারম্যান  প্রার্থীরা উজ্জীবিত । 


    কৃষক শ্রমিক জনতা লীগের  মহিলা স্থানীয়  নেতারা  বলেন  সখিপুরের চারটি  ইউনিয়নের মধ্যে তিনটি তে তারা তাদের  দলীয়  প্রার্থী  দিয়েছেন।  হাতিবান্ধা  ইউনিয়নে দলীয়  মনোনয়ন  

    পেয়েছেন  বিধু ভোষন সরকার , হতিয়া রাজাবাড়িতে,  রিয়াজ উদ্দিন  ও বড়চওনায় মিজানুর রহমান কে দলীয়  মনোনয়ন দেওয়া  হয়েছে।তবে কালিয়া ইউনিয়নে কোন প্রার্থী  দেননি। সখিপুর  উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের  সম্মেলন প্রস্তুতি  কমিটির  আহবায়ক আব্দুস ছোবর খাঁন  বলেন বাসাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী  নীজে ভোটারদের কাছে গিয়ে  ভোট  চেয়েছেন। বাসাইলের চেয়ে  সখিপুরে বঙ্গবীরের জনপ্রিয়তা আরও  বেশি । 


    এছাড়া সখিপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের   প্রার্থী নির্বাচন যথাযথ  হয়নি বলে  খুব  প্রকাশ  করেছেন আওয়ামী লীগের  নেতা কর্মীরা। একারণে  কমপক্ষে  দুইটিতে তারা  নিশ্চিত   জয়লাভ  করবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728