Sunday, July 2, 2023

কাঁচা মরিচের দর-পতন! কেজি মাত্র ১০০ টাকায়


নিজস্ব প্রতিবেদক:

কাঁচা মরিচের দাম কমেছে । মাত্র একদিনেই এ পণ্যের দাম কমেছে প্রায় এক হাজার টাকা। গত কয়েকদিনে এই দাম এক হাজার থেকে ১২শত টাকায় উঠেছে।

কাঁচা মরিচের দর-পতন! কেজি মাত্র ১০০ টাকায়


ঈদুল আজহার ছুটির পর থেকেই কাঁচা মরিচের আমদানি শুরু হওয়ায় বাজারে এই ভিন্ন চরিত্র দেখা যায়। টানা ৫ দিন ছুটির পর দেশের বিভিন্ন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটি শেষে কর্মসূচির শুরুতেই দেশে এসেছে ৫৫ মেট্রিক টন সবুজ মরিচ। এর প্রভাব শীঘ্রই দিনাজপুরের পার্বতীপুরে পড়ে। দাম কমে যাওয়ায় অনেক কৃষককে সবুজ মরিচ ঘরে তুলতে দেখা যায়।

রোববার (২ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, ঈদের ছুটির পর রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশে ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। রাতে আরও কাঁচা মরিচ নিয়ে বন্দরে প্রবেশ করবে। এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। আমদানির দুই দিন পর ঈদের কারণে মরিচ আমদানি বন্ধ রয়েছে। তবে ঈদের ছুটি শেষে আজ থেকে দেশে ফিরছে আমদানি করা কাঁচা মরিচ।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: