সখীপুরে কিশোরীর লাশ উদ্ধার
তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরের কাঁকড়াজান থেকে নিখোঁজের ১০ ঘণ্টা পর আলমিনা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ আগস্ট) রাতে সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ছোটচওনা গ্রামের হাজী বাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আলমিনা আক্তার কাঁকড়াজান ইউনিয়নের ছোটওচনা গ্রামের আলহাজ মিয়ার মেয়ে।
পুলিশ
ও স্থানীয়সূত্রে জানা যায়, রোববার সকালে ফজরের নামাজের পর থেকে তাকে
(আলমিনা) না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন । সারা দিন
আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় তারা খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান
মেলেনি । ওই রাতে বাড়ি থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে একই গ্রামের শাহিনের
পোলট্রি খামারের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সখীপুর
থানার অফিসার ইন-চার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার
করা হয়েছে । ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের
প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে এবং অপরাধীদের
শাস্তির আওতায় আনা যাবে।
No comments