সখীপুরে এক রাতে ৪দোকানে দূধর্ষ চুরি
তাইবুর রহমান,সখীপুর:
সখীপুরে একই রাতে ৪ দোকানে দূধর্ষ চুরি হয়েছে । শনিবার দিবাগত রাতে উপজেলার গজারিয়া চৌরাস্তা বাজারে আনুমানিক রাত
বারোটার পরে গজারিয়া চৌরাস্তায় নাসির উদ্দিন, আব্দুল মান্নান, শহিদুল
ইসলাম ও জয়নাল আবেদীনের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
নাসির
উদ্দিন জানান, আমি প্রতিদিনের মতো রাত দশটা পর্যন্ত দোকান করে বাড়ি চলে
যাই । সকালে দোকানে এসে দেখি আমার দোকানের শার্টার ভেঙ্গে উপর দিয়ে ঢুকে
আমার দোকান থেকে নগদ টাকা সহ মনোহরি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে এতে
আনুমানিক প্রায় আমার পঞ্চাশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে এবং
পাশের জয়নাল হকের কাপড়ের দোকান থেকে তালা ভেঙে কাপড় এবং শহিদুল ও
মান্নানের দোকান থেকে টিনের বেড়া কেটে নগদ টাকাসহ মনোহরি জিনিসপত্র লুট
করে নিয়ে যায়। এতে সব মিলিয়ে আনুমানিক নগদ টাকাসহ দেড় লক্ষ টাকার
মালামাল লুট করে নিয়ে যায়।
ওই
৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, ওইখানে এ ধরনের চুরির ঘটনা এক সপ্তাহ পূর্বেও ঘটেছিল । গতরাতে বৃষ্টি
থাকায় এ সুযোগে আবারো পুনরায় এই চুরির ঘটনাটি ঘটেছে । আমরা এলাকার লোকজন
নিয়ে চোর ধরতে তৎপর আছি ।
সখীপুর
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আমার নিকট এ ধরনের কোনো অভিযোগ
আসেনি, অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments