Tuesday, August 15, 2023

সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহিনীর আত্মহত্যা

তাইবুর রহমান, সখীপুর:



টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক গৃহিণী ।  সোমবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার কালিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসারচালা গ্রামের উত্তর পাড়া রাকিব হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (২০)। সে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
সখীপুরে ফাঁসিতে ঝুলে গৃহিনীর আত্মহত্যা


স্থানীয়রা জানান , বাড়িতে সমাজ সেবা সংগঠন নামের এক এনজিও কর্মকর্তা কিস্তির টাকার জন্য এলে, ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের জানালে স্থানীয়রা নিহতের স্বামী রাকিবকে্
 বাজার থেকে ঢেকে আনলে স্থানীয়দের সহায়তায় বেড়া কেঁটে সোনিয়াকে ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । সেখান থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
্স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার অফিসার্স ইন চার্জ (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: