Tuesday, August 15, 2023

দেলদুয়ারে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মাসুদ  রানা ,দেলদুয়ার:

টাঙ্গাইলের  দেলদুয়ার  যথাযোগ্য  মর্যাদায়  জাতীর পিতা বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানের  ৪৮ তম শাহাদাত  বার্ষিকী  ও  জাতীয়  শোক  দিবস  পালিত  হয়েছে ।
দেলদুয়ারে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী  ও   জাতীয় শোক দিবস পালিত

 
 
 এ  উপলক্ষে  দেলদুয়ার  উপজেলা প্রশাসনের  আয়োজনে  উপজেলা  মিলনায়তন কক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে  প্রামাণ্য  চিত্র  প্রদর্শন, আলোচনা সভা  ও যুবঋণ বিতরণ করা  হয়েছে । এর আগে বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানের  প্রতিকৃতিতে  পুষ্পস্তবক  অর্পণ  করা হয়।  
 
উপজেলা নির্বাহী  অফিসার  ফারহানা  আলীর  সভাপতিত্বে  অনুষ্ঠানে  প্রধান  অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন  স্থানীয়  সংসদ  সদস্য  আহসানুল  ইসলাম টিটু।  অনুষ্ঠানে  আরও  বক্তব্য  রাখেন  উপজেলা  পরিষদের  চেয়ারম্যান  মাহমুদুল  হাসান  মারুফ,   সহকারী  কমিশনার  ( ভূমি) প্রশান্ত বৈদ্য,  দেলদুয়ার  থানার  অফিসার  ইনচার্জ  মোঃ নাছির  উদ্দীন  মৃধা, উপজেলা পরিষদের  ভাইস  চেয়ারম্যান  এহসানুল  হক  সুমন, উপজেলা আ'লীগের সভাপতি  ফজলুল  হক ,  সাধারণ  সম্পাদক  এম শিবলী  সাদিক  প্রমুখ । 


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: