বাসাইল ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন ১৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে বাসাইল প্রান্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এসময় বাসাইল উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন নাহার রিতা, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিভিন্ন ধাপে বাসাইল উপজেলায় এ পর্যন্ত ভূমি ও গৃহহীন ১১০টি পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে।
No comments