Tuesday, August 15, 2023

বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বাসাইল পৌরসভায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক : 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। 

বঙ্গবন্ধু’র শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বাসাইল পৌরসভায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

 

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী বাসাইল পৌর কার্যালয়ে ইসলামিয়া ডিজিটাল আই হসপিটাল এন্ড  ফ্যাকো সেন্টারের উদ্যোগে এবং বাসাইল পৌরসভার সহযোগিতায় আয়োজিত চক্ষু সেবায় প্রায় ৪শ’ রোগিকে সেবা প্রদান করা হয়। 

এসময় চিকিৎসা সেবা নেয়া সকল রুগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু। এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাউন্সিলর হাফিজুর রহমান, রফিকুল ইসলাম রিপন, তায়েব হোসেন তোলা, মামনি আক্তার, মেরিন সিদ্দীকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  



Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: