বাসাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিনিধি:
     

    টাঙ্গাইলের বাসাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

    বাসাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ


    উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া, একাডেমিক সুপাভাইজার আল আমিন প্রমুখ।

    অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীসহ বিজয়ীদেরকে ক্রেস্ট দেয়া হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728