Monday, September 11, 2023

সখীপুরে ট্রান্সফরমার চোর আটক

তাইবুর রহমান, সখীপুর:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার  কাকড়াজান ইউনিয়নের তৈলাধারা এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। 

সখীপুরে ট্রান্সফরমার চোর আটক


রবিবার (১০ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিউবো টাঙ্গাইলের তৈলাধারা এলাকার তড়িৎ লাইন হঠাৎ (১১হাজার কেভি) হাইভোল্টেজ লাইন ফিডার ফল্টজনিত কারণে  ট্রীপ করলে, জরুরি বিদ্যুৎ সেবায় নিয়োজিত কর্মচারীরা বিষয়টি সখীপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী  প্রকৌশলী আবুবকর তালুকদারকে জানানো হয়।পরে প্রকৌশলী আরিফুল ইসলাম ত্রুটি খুঁজতে বেরিয়ে ট্রান্সফরমার চুরি বিষয়টি টের পেয়ে তিনি পুলিশকে অবহিত করে।এ ঘটনায় খুব দ্রুত  নির্বাহী প্রকৌশলীসহ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কারিগরী টিম ঘটনাস্থল থেকে দূরে আন্ধি নামক স্থানে চুরি হওয়া  ট্রান্সফরমারটি পড়ে থাকতে দেখে।



সখীপুর উপজেলার  নির্বাহী প্রকৌশলীসহ সকলেই সারারাত বিভিন্ন জায়গায় পাহারা বসিয়ে  অভিযান করলে বহেড়াতৈল বাজার এলাকায় ট্রান্সফরমার চোরচক্রের কালিয়াকৈর গাজীপুর  হিজলহাটি গ্রামের আবেদ আলী ছেলে রুবেল(৩০), কালিহাতি টাঙ্গাইল  বেরিপটল এলাকার রজব আলী ছেলে রাশেদুল (৩৫),সিরাজগঞ্জ বেলকুচি সামগাতি গ্রামের শেখ বেলালের  ছেলে হযরত আলীকে( ২৮)  হাতে-নাতে আটক করে থানা পুলিশ।


 উপজেলার নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার জানান,সকল কর্মকর্তা-কর্মচারী নিয়ে  রাত জেগে পুলিশের মাধ্যমে ৩জনকে আটক করতে সক্ষম হলেও বাকি ৩জন পালিয়ে যায় ।তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।


এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম বলেন, চুরির কাজে ব্যবহৃত যন্রপাতি জব্দ করা হয়েছে।মামলার প্রেক্ষিতে চোরচক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: