Sunday, September 10, 2023

সখীপুরে চালককে নেশা দিয়ে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

তাইবুর রহমান,সখীপুর:



টাঙ্গাইলের সখীপুরে অটো ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে নেশা দিয়ে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। 
 
সখীপুরে চালককে নেশা দিয়ে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

 
 
১০ সেপ্টেম্বর আনুমানিক সকাল ছয়টার সময় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল কাদেরের চায়ের দোকানের পূর্বপাশে সিকদার বাড়ি পুকুর পাড় গজারি বনের কাছে এ ঘটনাটি ঘটে । 
 
বেতুয়া ৮ নং ওয়ার্ড হতে ৫জন যাত্রী সখীপুর যাওয়ার কথা বলে অটোভ্যানে ওঠে। তারা সখীপুরে যাওয়ার রাস্তার ৭ নং ওয়ার্ডের ওই এলাকায়  আসলে ছিনতাইকারীরা চালককে নেশা দিয়ে অটোভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। 

 এসময় বালু ভর্তি একটি ট্রাক ও কয়েকজন পথচারী সামনে এলে অটোভ্যান রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
 
পরে স্থানীয়রা অটোভ্যান চালক হাবিব (৫০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  অচেতন ওই চালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে উপজেলার ছিলিমপুর গ্রামে শশুর বাড়িতে থাকে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: