Wednesday, September 27, 2023

বাসাইলে আ’লীগের বর্ধিত সভা! ভিপি জোয়াহেরকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি

মাসুদ রানা,বাসাইল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিকে পুনরায় দলীয় মনোনয়ন দিতে জোড় দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। 
বাসাইলে আ’লীগের বর্ধিত সভা! ভিপি জোয়াহেরকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবি

বুধবার দুপুরে বাসাইল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রেজুলেশন করে নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউয়র রহমান গাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগরে সহ-সভাপতি একে আজাদ খানসুর ও রতন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, স্বাধীনতার পরে সবচেয়ে জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে বাসাইল সখীপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাসাইলে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হয়েছে। সব মিলিয়ে ১৭ শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়াও ইতিপূর্বে কয়েকশ কোটি টাকার কাজ শেষ হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোয়াহেরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ার জোড় দাবি জানাচ্ছি। 



Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: