Sunday, September 24, 2023

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু !

তাইবুর রহমান, সখীপুর


টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ।  আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় সখীপুর -সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ানবাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন(২৪) নামের এক যুবক মারা যায়। সাখাওয়াত হোসেন ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।
 

 
 পারিবারিক সূত্রে জানা যায়, সাখাওয়াতের স্ত্রী সখীপুর আবাসিক মহিলা কলেজ হতে এইচএসসি পরীক্ষা দিচ্ছে । আজ পরীক্ষা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করে এবং তার স্ত্রী এ দুর্ঘটনায় মারাত্মক আহত হয় । তাকে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে । জানা যায় গত দুই মাস আগে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে ।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: