গোপালপুরে খন্দকার আসাদুজ্জামান স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আব্দুর রহীম মিঞা, ভুঞাপুর :
টাঙ্গাইলে গোপালপুরের
নারুচীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত
বীরমুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা খন্দকার
আসাদুজ্জামান স্মরণে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
খেলায় ফ্লায়ার্স স্পোর্টস এফ.সি ঢাকা বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি
ফুটবল একাডেমি গোপালপুর অংশগ্রহণ করে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারুচীতে অবস্থিত শেখ রাসেল
মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
খেলার আয়োজন করে শেখ রাসেল মিনি
স্টেডিয়াম পরিচালনা পরিষদ।
হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুন্নবীর (রঞ্জু) সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক
উপ-কমিটি ও জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল। এসময়
সহধর্মিনী সাজেদা জামান উপস্থিত ছিলেন।
এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোপালপুর- ভূঞাপুর উপজেলার বিভিন্ন
প্রান্ত থেকে অসংখ্য দর্শক উপস্থিতি ছিল। প্রায় ১০ হাজার মানুষ এ খেলা উপবোগ করেন।
আয়োজকরা জানান, কয়েক বছর পর প্রাণচঞ্চল ফিরেছে নারুচীর এই শেখ রাসেল
মিনি স্টেডিয়ামে।
এতো মানুষের সমাগম হয়নি আগে। স্টেডিয়ামে তিল
ধারণের ঠায় ছিল না।
খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা জানান, প্রতি বছর এমন খেলার আয়োজন করা
দরকার। অনেক বছর পর রোমেল ভাইয়ের কারণে আমরা সুন্দর পরিবেশে খেলা
দেখতে পেলাম।
সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামান বেঁচে থাকতে এমন খেলা
হয়েছিল।
এদিকে নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোল হওয়ারপর মরহুম ফরহাদ হোসেন
তালুকদার স্মৃতি একাডেমি ফুটবল দলকে (পেনাল্টি ৪-৩) পরাজিত করে ফ্লায়ার্স
স্পোর্টস এফ.সি দল চ্যাম্পিয়ন হয়।
ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ
সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর
রহমান তালুকদার হিরা, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল
আবেদীন, জেলা রেলওয়ে শ্রমিকলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, গোপালপুর
বিআরডিবির সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ছাত্র
সংসদের সাবেক জিএস সুরুজ্জামান সুরুজ, খন্দকার মশিউজ্জামান রোমেলের
দুই ছেলে খন্দকার আশিকুজ্জামান বিকাশ ও খন্দকার আরশাদুজ্জামান বিনয়
উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রপি ও মেডেল বিতরণ করে প্রধান অতিথি খন্দকার মশিউজ্জামান রোমেল ।
এ খেলায ট্রাইব্রেকারে ৪-৩ গোলে
ফ্লায়ার্স স্পোর্টস এফ.সি দল ঢাকা বিজয়ী হয়।
No comments