Sunday, September 17, 2023

ঘাটাইলে আ্যাম্বিশন মডেল স্কুল- এর সৃজনশীল কর্ম প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

আব্দুল লতিফ,ঘাটাইল:
 
ঘাটাইলের অন্যতম স্বনামধন্য আদর্শ  শিশুশিক্ষা প্রতিষ্ঠান আ্যম্বিশন মডেল স্কুল-এর বার্ষিক সৃজনশীল  কর্ম উৎসব-২০২৩ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
 
ঘাটাইলে আ্যাম্বিশন মডেল স্কুল- এর সৃজনশীল কর্ম প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

 
 শিশু-কিশোরদের কলকাকলি ও  অভিভাবকদের উপস্থিতিতে  মুখরিত  এই সৃষ্টিশীল উৎসবটি শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রায় চার শতাধিক শিক্ষার্থী তাদের  বিচিত্র রকমের সৃষ্টিকর্ম প্রদর্শন করে।  কাগজ, পাটিকেল বোর্ড, বাঁশ, খড়, শোলা এসব দ্বারা নির্মিত মডেল স্কুল ঘর, কার পার্কিং, রেস্টুরেন্ট, বাংলো, মডেল বাড়ি, কুঁড়েঘর, পদ্মা সেতু, বিল্ডিং, শহর এসব প্রতিকৃতি নির্মাণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ঘাটাইল সরকারী জিবিজি কলেজের সাবেক অধ্যাপক বিশিষ্ট লেখক জুলফিকার ই হায়দার, কাজী জাহান, হারুনর রশিদ, দ্যা বাংলাদেশ টুডের ঘাটাইল  প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি  সাংবাদিক আব্দুল লতিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য, সহকারি প্রধান শিক্ষক রাবেয়া ইয়াসমিন প্রভা, সহকারি শিক্ষক জামাল হোসাইন জয়, তমাল হাসান ও  মামুন আহমেদ।
 
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিনুর রহমান শাহিন। প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য আদর্শ মাধ্যম হচ্ছে সৃষ্টিশীল কর্ম উৎসব। যেখানে তারা তাদের সুপ্ত মেধাকে জাগ্রত করার উন্মুক্ত সুযোগ পায়।অনুষ্ঠান শেষে  বিজয়ীদের   মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: