তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরে হেলিকপ্টারে চড়ে স্বপ্ন পূরণ করলেন উপজেলার কাকরাজান ইউনিয়নের সুরীর চালা গ্রামের তোতা মিয়ার ছেলে আকাশ।
আজ
শনিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে দুইটার সময় সুরীর চালা আব্দুল হামিদ
চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সে তার স্ত্রী পপি আক্তার এবং তার দুই বছর
বয়সী কন্যা আফরাহ কে হেলিকপ্টারে নিয়ে অবতরণ করে। ঢাকা হতে ৭০ হাজার
টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে গ্রামের বাড়িতে আসে ।
আকাশ
আহমেদ বলেন, আমার আব্বাও দীর্ঘদিন যাবত ইতালি প্রবাসী, আমি পাঁচ বছর
পূর্বে ইতালি গিয়েছি। আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমি
হেলিকপ্টার করে বাড়ি ফিরব। সে লালিত স্বপ্ন ১৭ মিনিটেই আজ আমার পূরণ হল।
কাকরাজান
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন এ ঘটনার সত্যতা
জানিয়ে বলেন, সুরীর চালা মাঠে উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায় ।
আকাশ আহমেদের স্বপ্ন পূরণসহ এলাকার অনেকেরই হেলিকপ্টার দেখার স্বপ্নপূরণ
হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ
শাহিনুর রহমান বলেন, উৎসুক জনতা কে সামাল দিতেই আব্দুল হামিদ চৌধুরী উচ্চ
বিদ্যালয় মাঠে পুলিশ পাঠানো হয়েছে।
0 coment rios: