বাসাইল উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতা কারাগারে
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের
বাসাইলে জামায়াতের সাবেক দুই নেতাকে শনিবার দুপুরে কারাগারে প্রেরণ করেছে
আদালত। এর আগে শুক্রবার (৬ অক্টোবর) রাতে একজনকে বাসাইল পৌর এলাকা ও
অপরজনকে কাঞ্চনপুরের ঢংপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল উপজেলা জামায়াতের সাবেক আমির কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকার বাসিন্দা মোমতাজুল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার বাসিন্দা কবির খানশূর।
পুলিশ সূত্রে জানা যায়,
গ্রেফতারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়।
পরে আদালতের বিচারক সজীব চৌধরী তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ
বিষয়ে বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘এদের
বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করে
আদালতে প্রেরণ করা হয়
No comments