টাঙ্গাইলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিএনপি-জামায়াত সহ অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ করা হয়েছে। সোমবার(৯ অক্টোবর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএমএস সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলাযুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ।
এ সময় টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments