বাসাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
বাসাইল প্রতিনিধি:
বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা গঠন, শিক্ষার সার্বিক মান উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে উপজেলাকে ডিজিটাল হিসাবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সভাপতি এম শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রমুখ। উল্লখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক গত ১৩ ডিসেম্বর বাসাইলে যোগদান করেন। এরপূর্বে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দায়িত্বরত ছিলেন।
No comments