বাসাইলে নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু

    বাসাইল প্রতিনিধি:

    দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় একযুগে নতুন কারিকুলাম ২০২৩ বাস্তবায়নে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শিক্ষকদের সাতদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায় উপজেলা পর্যায়ে অস্টম ও নবম শ্রেনির বিষয় ভিত্তিক শিক্ষকদের জন্য সাতদিন ব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়। 

    বাসাইলে নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু

     

    প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কোর্স ডিরেক্টর মো.মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর মো.আল-আমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। উক্ত প্রশিক্ষণে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং ২টি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৬ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

     প্রশিক্ষণ ভ্যানুতে মোট ২২ জন প্রশিক্ষক এ প্রশিক্ষণ প্রদান করছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, শিক্ষা বান্ধব সরকার শিক্ষা ব্যবস্থাকে আর্ন্তজাতিক মানে নিয়ে যেতে চান। পরবর্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এবং কারিকুলাম পরির্বতন হওয়ার কারনে এই প্রশিক্ষণ হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার সবকিছুই আছে।

     সুন্দর কাঠামোর উপর নির্ভর করে শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষা পদ্ধতিতে 'হাতে-কলমে' শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। নতুন এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, কোচিংয়ে যেতে হবে না। এমনকি গৃহশিক্ষকেরও দরকার পড়বে না। একাডেমিক সুপার ভাইজার ও কোর্স কো-অর্ডিনেটর মো. আল-আমিন বলেন, মূল্যায়ণ ও পড়াশোনার ধরনে বড় পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রম এ বছর থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন শিক্ষাক্রম পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী পাঁচ বছর পর থেকে পরিবর্তন দেখা যাবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728