টাঙ্গাইলে ফসলি জমি কেটে মাটি বিক্রি, বালু ব্যবসায়ীর জরিমানা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে ফসলি জমি কেটে মাটি বিক্রি, বালু ব্যবসায়ীর জরিমানা

    নিজস্ব প্রতিনিধি:


    টাঙ্গাইলের যমুনা নদীর চরাঞ্চলে জেগে উঠা ফসলি জমি কেটে মাটি বিক্রির অপরাধে শহীদুজ্জামান নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    টাঙ্গাইলে ফসলি জমি কেটে মাটি বিক্রি, বালু ব্যবসায়ীর জরিমানা


    রোববার (৪ ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

    শহীদুজ্জামান উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের আকবর আলী খানের ছেলে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ও অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুবের ঘাটে তিনি অবৈধ এ বালু উত্তোলনের ব্যবসা করে আসছিলেন।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, জগৎপুরা এলাকায় দীর্ঘদিন যমুনা চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। সেখানে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728