বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৩ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৩

     নিজস্ব প্রতিনিধি :

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকার যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে এক জনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম পাওয়া যায়নি।


    বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৩

    পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ীটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটের দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত প্রাইভেট চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ভর্তি করা হয়েছে।


    টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728