বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২: আহত ৩
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকার যাত্রী। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে এক জনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সাঈদ। অপরজনের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়ীটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় পৌছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটের দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত প্রাইভেট চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে।
No comments