বাসাইলে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

    বাসাইল প্রতিনিধি:

    প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
    বাসাইলে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা শহীদ মিনার কেন্দ্রীয় মাঠে এই প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

    এসময় উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা,উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ফারুক আহমেদ সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু ও পাখি নিয়ে এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728