যাদবপুর ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    যাদবপুর ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা

     সখীপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আতিকুর রহমানসহ মেম্বারদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
     
    যাদবপুর ইউপি চেয়ারম্যান-মেম্বারদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা

     শনিবার বিকেলে যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বারদের উদ্যােগে এ সভার আয়োজন করা হয়৷  এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের৷ 

     যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড.বদিউজ্জামান ফারুক,উপ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, সদস্য আকরাম হোসেন কিসলু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, আজমত আলী প্রমুখ৷  এসময় আওয়ামী, ছাত্রলীগসহ অন্যন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
     
    প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা। 

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেয়ার প্রতিবাদের মানববন্ধন হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728