সখীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সখীপুর প্রতিনিধি :
সখীপুরে নানা কর্মসূচি মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
বুধবার (০৫ জুন) সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন থাকায় (০৬ জুন) বৃহস্পতিবার বিকাল ০৩টায উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবা্রস বাংলাদেশ, সখীপুর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে গুড নেইবা্রস বাংলাদেশ, সখীপুর উপজেলা শাখা সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ সময় গুড নেইবা্রস এর ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইবুর রহমান, প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রশাসনের কর্মকর্তা , সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক উপস্থিত ছিলেন।
No comments