বাসাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
    বাসাইলে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা


    মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাছ উৎপাদন ও আহরণ বাড়াতে নানা পদক্ষেপ, চায়না জাল ও বেড়জাল দিয়ে মা মাছ নিধনে প্রতিকার কার্যকর পদক্ষেপ এবং মৎস্য সপ্তাহসহ বিভিন্ন বিষয়ে বিস্তার আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। 

    এসময় আলোচনায় অংশ নেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। এসময় প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর বিন জাফর, মাসুদ রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, সদস্য শরিফ মাহমুদ, প্রচার ও দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728