বাসাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : 

    টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা   হয়েছে। জুলাই মাসের সভাটি সোমবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। 

    বাসাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ। এসময় সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেখা বেগম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজুসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ, বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে বিস্তার আলোচনা করা হয়। এসব প্রতিরোধে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728