টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মানববন্ধন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মানববন্ধন

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির  বৈষম্য দূরকরনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবিচ্ছন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দুই দফা দাবিতে মানববন্ধন স্মারকলিপি  দিয়েছে  পল্লী বিদ্যুত সমিতি। 

    টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির  মানববন্ধন

    সোমবার (৩০ সেপ্টেম্বর)  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির  কর্মকর্তা-কর্মচারীরা।

    এতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মোঃ আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

     বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশে ৯ কোটি মানুষের বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দাবি জানাই।

    পরে তারা দুই দফার দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করেন। তাদের দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুত বোর্ড ও পল্লী সমিতিকে একত্রিকরন এবং সমিতির সকল চুক্তিভিক্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728