বাসাইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি।
এজন্য বাসাইল উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে বিএনপির নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্থানীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।
এদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন, উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি বাবু সুখলাল মন্ডল, সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল কুমার রতন, সাধারণ সম্পাদক গোলক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলিপ চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ বাবু সুজন চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। বিএনপি নেতাকর্মী ছাড়াও অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাসাইল উপজেলার হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে ব্যাপারে বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবেন। যাতে দুর্গাপূজা পালনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো।’
প্রসঙ্গত, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ৫২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
No comments