মধুপুরে পৃথক দুই নারীর মরদেহ উদ্ধার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মধুপুরে পৃথক দুই নারীর মরদেহ উদ্ধার


    বিশেষ প্রতিেিবদক:

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আলাদা দুটি গ্রাম থেকে গত ২৪ ঘন্টায় এক কিশোরী ও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থনা পুলিশ। 

    মধুপুরে পৃথক দুই নারীর মরদেহ উদ্ধার

    রোববার ভোরে মহিষমারা গ্রাম থেকে কিশোরী সাদিয়া আফরিন স্বর্ণার (১৪) এবং কয়েক ঘন্টা পর শালিকা গ্রাম থেকে গৃহবধূ ফুলভানুর (৫৬) লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী স্বর্ণা মহিষমারা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং গৃহবধূ  ফুলভানু একই ইউনিয়নের শালিকা গ্রামের আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী ।

    স্থানীয়রা জানান, সাদিয়া আফরিন স্বর্ণা পারিবারিক কলহে বাড়ি ছাড়া হয়ে কালিয়াকৈরের এক গার্মেন্টেসে কাজ করতো। কয়েকদিন আগে সেখানে কীটনাশক পানে সে আত্মহত্যার চেষ্টা করে। মির্জাপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বর্ণা মহিষমারা এলাকায় নানীর বাড়িতে আসে। রাত তিনটার দিকে তার লাশ পাওয়া যায়। অপরদিকে আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী ফুলবানু গরুর ঘাস কাটতে দুপুরে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দূরের হাজী বাড়ির পিছনের আনারস বাগানে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় ফুলবানুর লাশ পাওয়া যায়।

    মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    আলোকদিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক বাসু জানান, সেখানে শনিবার মধ্যরাতে কি কারণে তার মৃত্যু হয় জানাযায়নি।

     ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, কি কারণে তার মৃত্যু হয় জানাযায়নি। দুটি ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাষ মর্গে প্রেরণ করা হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728