নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি নেতা লাভলু’র মতবিনিময়
নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।
৩০ অক্টোবর বুধবার তিনি এ মতবিনিময় করেন।
এসময় শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন, গুণগত মান, শিক্ষার অনুকূল পরিবেশ নিয়ে আলোচনা করেন। এছাড়াও এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অসুবিধার কথা শোনেন নিয়ে এবং এগুলো কিভাবে নিরসন করা যায় সেটাও জানার চেষ্টা করেন।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ভাইস প্রিন্সিপাল আনিছুর রহমান টেকনিক্যাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃআতিকুর রহমান সহ শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম নবা, ইকবাল কবির, আলতাফ হোসেন, আলিম মাহমুদ এলিম, আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান রানা, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন হেলাল, উপজলা যুবদলের সদস্য শামছুল প্রমুখ।
No comments