বাসাইলে পিকআপভ্যান চুরি - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে পিকআপভ্যান চুরি

    নিজস্ব প্রতিবেদক : 

    টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে একটি পিকআপভ্যান চুরি হয়েছে। 

    বাসাইলে পিকআপভ্যান চুরি

    বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর জাকির হোসেনের বাড়ির সামনে থেকে গাড়িটি চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে গাড়িটির মালিক আবুল বেপারী বাদি হয়ে বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন গাড়িটির মালিক আবুল বেপারী। 


    জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাহিন্দ্রা এইচডি পিকআপভ্যানটি (ঢাকা- মেট্টো-ন-১৯-১৮৫৪) বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় স্থানীয় সাবেক কাউন্সিলর জাকির হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে রাখা হয়। পিকআপভ্যানটির চালক মো. জীবন কাজ শেষে রাত ৯টার দিকে সেখানে রাখে। পরে চালক জীবন সকালে গিয়ে সেখানে গাড়িটি দেখতে পায়নি। পরে গাড়ির মালিক আবুল বেপারীকে বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও গাড়ি পাওয়া যায়নি। এরপর আবুল বেপারী বাসাইল থানা পুলিশকে বিষয়টি অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেন। 


    গাড়িটির মালিক আবুল বেপারী বলেন, ‘গাড়িটি দিয়ে আমার মুদি দোকানের মালামাল আনা নেওয়া করা হত। পরে কাজ শেষে চালক গাড়িটি সেখানে রেখেছিল। পরে জানতে পারি গাড়িটি চুরি হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা-ন-১৯-১৮৫৪)। ইঞ্জিন নম্বর- ঝতক৬ঊ২৬৯৩৭ চেচিস নম্বর- গঅ১ঋঘ২ঝতজক৬ঊ৬৪৩৪০ । গাড়িটির মূল্য ১২ লাখ ৯৫ হাজার। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চুরির ঘটনায় স্থানীয় কেউ জড়িত থাকতে পারে।’ 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728