বাসাইলে পাম্পে তেল কম দেয়ায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে ডিজেল, পেট্টোল ও অকটেন জ¦ালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে একটি পাম্পের মালিককে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
জানা যায়, ডিজেল, পেট্রোল ও অকটেন জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে বাসাইল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ইউনিটে প্রতি ৫ লিটারে ৩২০ মিলিলিটার কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনে ৪৬ ধারায় ফোর ব্রাদার্স লিমিটেডের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে।’
No comments