কালিহাতীর এলেঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
রাইসুল ইসলাম লিটন:
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে ।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোমবার ( ২৪ ফেব্রুয়ারি ) এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, এলেঙ্গা পৌর বিএনপি'র সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, শরীফ প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, মহাসড়কের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পৌর এলাকার বিভিন্ন জনসাধারণ।
No comments