ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

    ঘাটাইল প্রতিনিধি:

    সময়ের আলোচিত এক সড়কের নাম ঘাটাইল-সাগরদীঘি সড়ক। যেখানে রাত নামলেই ডাকাত আতঙ্ক।

     

    ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

    চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সড়ক ব্যবহারকারীরা। রাতে জান-মাল নিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছতে ভয় আর উৎকণ্ঠায় থাকেন যাত্রীরা। এর ব্যতিক্রম নয় গাড়ি চালকদের ক্ষেত্রেও। ১০ দিনে এই সড়কে ঘটেছে তিন ডাকাতির ঘটনা। মঙ্গলবার ভোরে এই সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়ে শিক্ষা সফরগামী চার স্কুলবাস। ডাকাতরা লুট করে নিয়ে যায় সর্বস্ব।


    ঘাটাইল উপজেলা সদর থেকে সাগরদীঘি পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার। উপজেলার পূর্বাঞ্চল একটি পাহাড়ী জনপদ। সড়কটি এই অঞ্চলের মানুষের জন্য আশির্বাদ। আশির্বাদের এই সড়ক বর্তমানে রূপ নিয়েছে অভিশাপে। প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। গত ১০ দিনে সড়কের একইস্থানে দুইবারসহ তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল লুট করে নিয়ে যায় চালকসহ যাত্রীদের সর্বস্ব। শুধু লুট করেই ক্ষান্ত হয়নি, মারধরের শিকার হয় চালক ও যাত্রী। ভাঙচুর করা হয় যানবাহন। 

    ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলাার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় ঘাটাইলের প্রায় সীমানা সংলগ্ন। মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্য। ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে ডাকাত দলের কবলে পড়ে। কবলে পড়া বাসগুলোর সামনের বাসে ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। সমকালকে তিনি জানান, রাতেরবেলা বাস চলছে দ্রæত গতিতে। হঠাৎ তিনিসহ অন্যরা খেয়াল করেন সড়কের মাঝ বরাবর গাছের গুঁড়ি। তিনি বুঝে ফেলেন এই কাজ ডাকাতদের। সতর্ক করেন সবাইকে। বন্ধ করে দেওয়া হয় গাড়ির জানালা এবং গেইট। কিছু বুঝে উঠার আগেই ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। 

    ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। এরই মধ্যে তিনি ফোন করেন ৯৯৯ নম্বরে। অল্প সময়ের মধ্যে পুলিশ যায় ঘটনাস্থলে। ততক্ষণে তিনটি গাড়ির যাত্রীদের থেকে মালামাল লুট করা শেষ। খলিলুর রহমান জানান, ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ। স্বর্ণ দেড় ভরি। স্মার্টফোন ১০ টা। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন (২৫) ও অভিাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)। সাখাওয়াত হোসাইন রবিন বলেন, আমি ছিলাম দুই নম্বর গাড়িতে। ওই গাড়িতে ছিল শুধু ছাত্রী। ডাকাতরা আমার কাছে থেকে মোবাইল নেওয়ার পর যখন ছাত্রীদের দিকে যাচ্ছিল তখন আমি বাধা দেই। এর ফলে তারা আমাকে দ্যা এর অপর পিঠ দিয়ে আঘাত করে। 


    ডাকাতদের  অস্ত্র এবং ভয়ংকর রূপ দেখে গাড়িতে জ্ঞান হারান কৃষি বিষয়ের শিক্ষক আবুল কালাম (৫২)। সপ্তম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার জানায়, ভয়ে সে অনেক কেঁদেছে। এখনো তার ভয় দূর হয়নি। 


    স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন বলেন, মাঝে মধ্যেই লক্ষণের বাধা ওইস্থানে ডাকাতির ঘটনা ঘটে। গত বুধবারও একইস্থানে ডাকাতি হয়। মালিরচালা গ্রামের লিটন ভূইয়া বলেন, সড়কে গাছ ফেলে একই কায়দায় বুধবারের ডাকাতির ঘটনায় মোটরসাইকেল ও কাঁচা মালের ট্রাক আটক করে তাদের থেকে সব লুট করে নিয়ে যায় ডাকাতরা। 


    এর আগে একই সড়কে ১৫ ফেব্রæয়ারি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়েছিল ১০ টি ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল। ডাকাতরা চালকদের থেকে নগদ টাকাসহ স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ভাঙচুর করা হয় যানবাহন। চালকদের করা হয় মারধর। এ নিয়ে ১৭ ফেব্রæয়ারি ‘এখানে কী হচ্ছে বুঝছ না? যা আছে বের কর’ শিরোনামে সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এক মাসে ঘাটাইলে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই পাঁচবাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ নিয়ে ‘রাত নামলেই ডাকাত আতঙ্ক’ শিরোনামে ১৯ ডিসেম্বর সমকালে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

    ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে ঘাটাইল- সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি ৭ টি মোবাইল ও দুই হাজার ৭০০ টাকা নিয়েছে ডাকাতরা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকদের নিয়ে বৈঠক করেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728