মির্জাপুরে বিএনপি নেতার উপর হামলা! পাল্টাপাল্টি অভিযোগ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে বিএনপি নেতার উপর হামলা! পাল্টাপাল্টি অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি:


    টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপির নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বল্প মহেড়া রেল গেট বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৪২)।


    জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা

    আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে অনলাইন জুয়া, জমি দখল ও দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে একটি সভায় বক্তব্য দেন মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। সম্প্রতি কয়েকটি জমি দখলের বিরুদ্ধে বাধা দেয় এই নেতা। বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্বল্প মহেড়া গ্রামের মহসিন মিয়ার ছেলে পাপন মিয়া, একই এলাকার আজমত মিয়ার ছেলে আলিফ মিয়া, আবু মিয়ার ছেলে যুবরাজ মিয়া। মান্নানের গোডাউনের ভেতরে গিয়ে লোহার পাইপ লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।

    বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন, অতর্কিত  সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    অভিযুক্ত আলিফ মিয়া জানিয়েছেন বিএনপি নেতা তাদের নিকট চাঁদা দাবি করায় তার উপর হামলা চালিয়েছেন।

    মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728