বাসাইলে দরিদ্র রোগীদের মাঝে দশ লক্ষ টাকা বিতরন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে দরিদ্র রোগীদের মাঝে দশ লক্ষ টাকা বিতরন

    বাসাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের বাসাইলে এক শত দরিদ্র রোগীর মাঝে দশ লক্ষ টাকা বিতরন করেছে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপ। 

    বাসাইলে দরিদ্র রোগীদের মাঝে দশ লক্ষ টাকা বিতরন

    সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে  শত রোগীদের মাঝে এ উপহার বিতরন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: আকলিমা বেগম। 

    এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দরিদ্র রোগীদের মাঝে অর্থ বিতরনের এ আয়োজন করায় গ্রুপটির কর্ণধান সালাউদ্দিন আলমীর (রাসেল) কে আমি ধন্যবাদ জানাই। আগামীতে লাবিব গ্রুপ হতদরিদ্রদের মাঝে নানামুখী উপহার সামগ্রী বিতরনের মাধ্যে এ ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদল আলম মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সৈয়দ নিজামুল রুপন প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728