নাগরপুরে ঘরে তালা দিয়ে সৎমাকে বের করে দেয়ার অভিযোগ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নাগরপুরে ঘরে তালা দিয়ে সৎমাকে বের করে দেয়ার অভিযোগ

    নাগরপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলাযর মামুদনগর ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঘর থেকে  সৎ মাকে বের করে দিয়ে ঘরে তালা  দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে বারেক ও ছালাম এর বিরুদ্ধে। 

    নাগরপুরে ঘরে তালা দিয়ে সৎমাকে বের করে দেয়ার অভিযোগ
    ভুক্তভোগী ফুলমালা (৬০) জানান, আমার স্বামী মৃত আনছু পিরসাহেব মারা যাওয়ার আগে আমাকে  ২ শতাংশ বাড়ি থেকে এবং ২ শতাংশ আবাদি জমি থেকে মোট চার শতাংশ লিখে দিয়ে যান। উল্লেখ্য আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমাকে দ্বিতীয় বিয়ে করে, তারপর আমার একজন মেয়ে সন্তান হয়, আগের স্ত্রীর   দুইজন ছেলে এবং চারজন মেয়ে সন্তান রয়েছে সব জমি দুই ছেলের নামে লিখে দিয়ে যায় আমার স্বামী। আমার স্বামীকে এবং আমাকে কোন ছেলেরাই ঠিকমত ভরণপোষণ করত না। আমার স্বামী পীর সাহেব তার ভক্তরা যা দিত এগুলো নিয়ে আমরা কোন রকমে দিনপাত কাটাতাম তারপর আমার স্বামী মারা যায়, তার সাথে সাথেই আমার সৎ ছেলেরা আমাকে আমার স্বামীর রেখে যাওয়া ঘর থেকে বের করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয় এমত অবস্থায় আমি খুব কষ্টে জীবন যাপন করছি। আমি এ-র সুষ্ঠ বিচার চাই।


     ঘরে তালা দেয়া বিষয়ে সৎ ছেলে ছালাম ও বারেক বলেন, ঘরটি ভাঙ্গা। মা সেখানে থাকেনা এবং ঘরটি ঝুঁকিপূর্ণ তাই আমরা কাউকেই থাকতে দেই না। এজন্য তালা দিয়ে রেখেছি। 


    ছেলে ছালাম বলেন, মা বাড়িতে ছিলো না তাই ঘরটি আমরা দু'ভাই তালা দিয়ে রেখেছি। যাতে কোন জিনিসপত্র না হারিয়ে যায়। 


    ছেলে বারেক বলেন, এখানে আমি বিল্ডিং করবো তখন মা আমার সাথে থাকতে পারবেন। এখন আমি কাউকে থাকে দেই না।জায়গার বিষয়ে জানতে চাইলে ছেলেরা স্বীকার করে বলেন আমার মায়ের নামে বাড়িতে ২শতাংশ জায়গা রয়েছে।.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728