সখীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট হইতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সখীপুর উপজেলা শাখার জামাতে আমীর অধ্যাপক আল আমীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, এছাড়া উপস্থিত ছিলেন সাবেক আমির অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, খন্দকার আব্দুল খালেক, জামাল উদ্দিন, রেজাউল করিম ফারুক প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নৃশংসভাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ।
আজ সকাল ১১ টায় সখীপুর পি এম পাইলট গভ: স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল করে। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয়,ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানজীর রহমান তারেক, অনিক শিকদার, প্রান্ত ইসলাম, লাবিব সিকদার ও সোহান প্রমুখ।
No comments