বাসাইলে প্রাথমিক বিদ্যালয়েল দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কাজী সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের উদ্দিনের ছেলে। সুমন সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর চতুর্থ শ্রেণির ২ শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়তে থাকে । এসময় এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বললে। শিক্ষার্থী চশমা নিতে যায়।
সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা অপর শিক্ষার্থীর শ্লীলতাহানি করার চেষ্টা করলে অপর শিক্ষার্থী এসে দেখতে পেলে শিক্ষার্থীকে ছেড়ে দেয়। প্রাইভেট শেষ করে শিক্ষার্থী বাড়ি আসলে শিক্ষার্থীর কাপড় পরিবর্তন করার সময় তার মা শরীরে জখম দেখতে পায়স এবং শিক্ষার্থীর মা জিজ্ঞাসা করলে তখন কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানান।
শিক্ষার্থীর কাকা অন্তর বলেন, এর আগেও এই দপ্তরি ওর সাথে এমনটা করছে। ভয়ে এর আগে বাড়িতে বলে নাই।বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়।
আজকে ওর বুকে জখম দেখতে পেলে ওর মা মনীষা রানী সরকার জিজ্ঞাস করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়, সেনাবাহিনী আমাদেরকে জানায় ।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
No comments