কালিহাতীতে বসতবাড়ি পুড়ে ছাই - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে বসতবাড়ি পুড়ে ছাই

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঘোনাবাড়ি মধ্যপাড়া নদীর পাড় এলাকার নজরুল ইসলামের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।
     
    কালিহাতীতে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

     বুধবার দুপুরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়।মুহুর্তেই বসতঘর,আসবাবপত্র ও নতুন ঘর নির্মাণ করার জন্য এনজিও থেকে ঋন করা ৮০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালমাল  পুড়ে ছাই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
     
    জানাগেছে,উপজেলার ঘোনাবাড়ি মধ্যপাড়া নদীর পাড় এলাকার শামছুর ছেলে চা বিক্রেতা নজরুল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতো একটি মাত্র ঘরে। গত দুই তিন দিন আগে নতুন একটি ঘর নির্মাণ করার জন্য স্থানীয় একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋন তুলেন।কিন্তু বিধি বাম। সেই ঋন করা টাকাসহ সম্পূর্ণ ঘরও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।নি:স্ব হয়ে যায় নজরুল ইসলাম। নাগবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে
    তাৎক্ষনিকভাবে ওই পরিবারটিকে কয়েক দিনের খাবারের ব্যবস্থা নিশ্চিত করেছেন।

    এবিষয়ে নাগবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব জানান,নজরুল ইসলাম খুবই দরিদ্র। তার একটি মাত্র বসত ঘর ছিল তা  পুড়ে ছাই হয়ে গেছে।
     
    তিনি সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলে  একটি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728