সখীপুরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট


    সখীপুর প্রতিনিধি:

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের পশ্চিম পাড়ায় জুলহাস উদ্দিনের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে। 

    সখীপুরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট

    স্থানীয় ইউপি সদস্য মো. আজহার মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ভুক্তভোগী জুলহাস উদ্দিন বলেন, আমরা দুপুরের খাবার একসাথে খেয়েছি । আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে বাড়ির পাশে একটি চা স্টলে চা-পান খাইতে যাই । এই সুযোগে দুর্বৃত্তরা আমার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে প্রায় এক ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও কাপড় চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। 

    প্রতিবেশীরা জানান, একজন মহিলা ও একজন পুরুষকে ওই বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা যায়। 

    ধারণা করা হচ্ছে, তারাই ওই বাড়িতে স্প্রে করে লুট করেছে। ভুক্তভোগী জুলহাস উদ্দিনের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী ওই মহিলা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728