বাসাইল দানবীর এমদাদ আলী খানের মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল দানবীর এমদাদ আলী খানের মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মিলন ইসলাম:

    টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এমদাদ আলী খানের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সাইল দানবীর এমদাদ আলী খানের মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বাসাইল ডিগ্রী কলেজ মাঠে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু , পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, আলহাজ্ব এমদাদ আলী খানের ছেলে খালেকুজ্জামান খান লাবু,টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, জেলা মহিলা দলের সহ সভাপতি রাশেদা সুলতানা রুবি,  বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান প্রমুখ। 

    এসময় জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, ১৯৮৫ সালে বাসাইলের বিশিষ্ট দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান অবহেলিত বাসাইল উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি ও উচ্চ শিক্ষার জন্য তাঁর নিজ ও স্ত্রীর নামে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এই দানবীর আলহাজ্ব এমদাদ আলী খান একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728