গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাসাইলে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাসাইল শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, স্থানীয় একটি মসজিদের ঈমাম মোস্তফা আল মোবিন প্রমুখ। এসময় পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।
মিছিলে ফিলিস্তিনে আমার ভাই মরলো কেনও জবাব চাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বীর বাঙালি জেগেছে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে এমন নানান স্লোগান দেওয়া হয়।
No comments