গাজায় গণহত্যার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    গাজায় গণহত্যার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিবেদক :

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    গাজায় গণহত্যার প্রতিবাদে বাসাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল

    মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর ফরিদ হোসাইন প্রমুখ। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংগ্রহণ করেন।


    এসময় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে জাতিসংঘকে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানান। সেই সাথে ইসরাইল নামক রাষ্ট্রটিকে নিষিদ্ধ করে ও ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি করেন। দ্রুত কার্যকরি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728