ছিনতাইকারীর আঘাত! অবশেষে অটো রিক্সা চালকের মৃত্যু ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ছিনতাইকারীর আঘাত! অবশেষে অটো রিক্সা চালকের মৃত্যু !

    সখীপুর প্রতিনিধি :


    টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত অটোরিকশা চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। 

    ছিনতাইকারীর আঘাত! অবশেষে অটো রিক্সা চালকের মৃত্যু !

    মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে ।

    গত ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে গুরুতর আহত করে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

    পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল রাত ১০টার দিকে সখীপুর পৌর শহর থেকে নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিন ব্যক্তি হানিফের অটোরিকশা ভাড়া করেন। পথে বোয়ালী বাজার পার হলে একটি পিকআপ ভ্যান রিকশাটির গতি রোধ করে। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীবেশী একজন হানিফের মাথায় চাপাতি দিয়ে কোপ দেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে পিকআপে তুলে তিন কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের কাছে ফেলে যায়। সেই সঙ্গে রিকশাটি ছিনিয়ে নেয় ।

    ওই দিন রাত১১টার দিকে স্থানীয় লোকজন হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যদিকে পরদিন নলুয়া-কালমেঘা সড়কের কানু মার্কেট এলাকা থেকে রিকশাটি জব্দ করা হয়।

    এদিকে অবস্থার অবনতি হলে হানিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেয়ে তিনি কিছুটা সুস্থ হলে গত সোমবার তাকে বাসায় আনা হয়। মঙ্গলবার তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

    নিহতের চাচাতো ভাই ইমরান খান বলেন, ‘অটোরিকশাটি পাওয়া গেলেও হানিফ ভাইকে ফেরানো গেল না। আমরা ছিনতাইকারীদের শনাক্ত করে শাস্তির দাবি করছি।’

    এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরদিনই পুলিশ অটোরিকশাটি জব্দ করে হানিফের পরিবারের কাছে হস্তান্তর করেছিল। ইতোমধ্যে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728