নাগরপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু’র গণসংযোগ ও বই বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নাগরপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু’র গণসংযোগ ও বই বিতরণ

    নাগরপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু পথসভা ও দলীয় ৩১ দফা দাবি আদায়ের বই বিতরণ করেছেন। 

    নাগরপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু’র গণসংযোগ ও বই বিতরণ

    বুধবার ২৩ এপ্রিল দুপুর ৩টায় বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু'র বাড়ী থেকে শত-শত মোটরসাইকেল বহর নিয়ে দপ্তিয়র ইউনিয়নের নজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে পথসভায় দলীয় দাবি আদায়ের বই বিতরণ করেন। 

    দপ্তিয়র যাওয়ার পথে বিভিন্ন জায়গায় থেমে থেমে গণসংযোগ করছেন তিনি। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও এসব বই বিতরণ করেন লাভলু। দপ্তিয়র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আয়োজনে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে  ৩১ দফা দাবি নিয়ে কথা বলেন নেতারা।

    এসময় বিএনপি নেতা লাভলু বলেন, আমি সততার রাজনীতি করি। ঈমানের সাথে দলীয় আদর্শ ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি, ভেদাভেদ ভুলে সবাই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।  দুর্নীতির আশ্রয় নেয়ার লোক আমি নই। আপনারা আমার এই কথা রেকর্ড করে রাখুন বা সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে যদি কখনো কোনদিন আমি রাজনীতিতে মনোনয়ন পেয়ে এমপি হই, কখন ও যদি কোন দুর্নীতি করি আমার মুখের ওপর বলবেন। ইনশাআল্লাহ আমি পাগল হয়ে না গেলে আমি নীতি, আদর্শে জীবনের শেষ নিঃশ্বাস  পর্যন্ত অবিচল থাকবো। আপনারা আমাদের দলীয় দাবিসংবলিত বই গুলো নিয়ে পড়ে দেখবেন। সকলেই যদি এসব দাবির সাথে আপনারা একমত হতে পারেন তবেই বিএনপির রাজনীতি সার্থকতা পাবে। 

    এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল লাভলু, এছাড়া উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস (বি আর ডিবি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, জেলা ছাত্রদলের ইমন, মাহবুবুর রহমান, শামসুল, মানিক সহ বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728