বাসাইলে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
বাসাইল প্রতিনিধি:
পুষ্টি উন্নয়ন,উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক-কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্য টাঙ্গাইলের বাসাইলে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়নের সিংগারডাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পার্টনার ফিল্ড স্কুলের ২৫ জন কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানুল কবির,মনিরুল ইসলাম,ফরিদা খাতুন,ছরোয়ার হোসাইন সহ প্রমুখ।
No comments